আজ সোমবার (২০ অক্টোবর) বাদ বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে খেলাফত মজলিস নায়েবে আমীর উপরোক্ত দাবিগুলো পেশ করেন। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, নভেম্বরে গণভোট ও প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ সহ ৬ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখা উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজন করে। ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম। ঢাকা মহানগরী উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, খেলাফত...