দেশ ও জাতির মঙ্গল কামনা, অশুভ শক্তির বিনাশ আর শুভশক্তির জয়লাভের প্রত্যাশায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা পূজা; যা কালী পূজা নামেও পরিচিত। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতি বছর এই পূজা অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির ও আবাসিক হলগুলোতে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। রাত ৮টার পর কেন্দ্রীয় মন্দিরে শুরু হয় মূল পূজা। পূজা ঘিরে কেন্দ্রীয় মন্দিরের মণ্ডপজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। সহস্র প্রদীপের আলোয় আলোকিত পুরো প্রাঙ্গণ, ধূপের গন্ধে ভরে উঠেছে বাতাস। শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় দর্শনার্থীদের উপস্থিতিতে ভরপুর পুরো এলাকা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে দেখা হয় শিক্ষার্থী দিপু রায়ের সঙ্গে। এই শিক্ষার্থী নিজের লেখা গানের দুই চরণ তুলে ধরে শোনালেন পূজার মাহাত্ম্য। দিপু বলেন, “কাঁদবি...