সোমবার (২০ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, থানায় জনসেবার মানোন্নয়ন এবং পুলিশের প্রতি জনগণের আস্থা ফেরাতে করণীয় নিয়ে খোলামেলা বক্তব্য রাখেন। এসপি জাহাঙ্গীর হোসেন বলেন, জনগণের সেবা দিতে এসে যদি পুলিশ জনগণকেই ভোগান্তির মধ্যে ফেলে, তাহলে সেই সেবার কোনো মূল্য নেই। থানার উপস্থিতি মানুষের জন্য আশার আলো হয়ে উঠতে হবে, আতঙ্কের কারণ নয়। তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) উদ্দেশ্যে সতর্ক করে বলেন, থানায় আসা প্রতিটি মানুষকে সম্মান দিতে হবে। কেউ যেনো হয়রানির শিকার না হন। থানার সেবা পেতে কাউকে সুপারিশ বা পরিচিতির চাপ অনুভব করতে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, পুলিশের আচরণ ও দায়িত্বশীলতা এমন হতে হবে যাতে মানুষ থানায় প্রবেশের...