বিএনপির কেন্দ্রীয় কমিটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, দল যত বড়, নেতাকর্মী ততবেশী। যতবেশী নেতাকর্মী, ততবেশী প্রতিযোগিতা, নেতৃত্ব বিকাশের প্রতিযোগিতা। অতি অল্পসময়ের মধ্যে দেখবেন আমাদেরকে এক মঞ্চে। আমরা সবাই এক হয়ে ধানের শীষের নির্বাচন করব। আর পৃথকভাবে আমাদেরকে দেখবেন না যে, আমরা আলাদা আলাদা কাজ করছি। এই নির্দেশ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সোমবার (২০ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। নাসিক ৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদলের সভাপতিত্বে...