জাতীয় পে-কমিশন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠক করেছে, যেখানে শিক্ষকরা বেতন কাঠামো ও ভাতা সংশোধন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেছেন। সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পে-কমিশন ভবনে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পে-কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। বৈঠকের শুরুতেই শিক্ষক নেতারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়নের প্রস্তাবের বিষয়টি উত্থাপন করেন। চেয়ারম্যান জানান, প্রস্তাবটি কমিশনের কাছে থাকলেও এর বাস্তবায়ন সীমিত পর্যায়ে সম্ভব। যেহেতু এটি সরকারি সার্ভিস কমিশনের আওতাধীন, তাই বিষয়টি নোট আকারে বিবেচনায় নেওয়া হয়েছে। শিক্ষক নেতারা ৬ সদস্যের পরিবারের জীবনযাত্রার খরচ বিবেচনা করে নতুন বেতন কাঠামোর প্রস্তাব দেন। তারা ২০টি গ্রেড কমিয়ে ১২টি করার দাবি জানান, যেখানে সর্বনিম্ন মূল বেতন ৩৫...