গ্রেফতারকৃতরা হলেন—মো. মনির হোসেন শিমুল (৩৫), শাকিল ওরফে শাকিব (২১), মো. রাকিবুল হাসান (২০), মো. আরিফ (২৬), মো. আহসানুল্লাহ মিরাজ (৩৬), মো. শাওন মোল্লা (১৯), মো. মনির হোসেন (৩৯) ও মো. সুমন মিয়া (৩৬)। সোমবার (২০ অক্টোবর) রাতে ডিএমপির মিডিয়া শাখা উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মাদ তালেবুর রহমান জানান, রবিবার (১৯ অক্টোবর) দুপুরে বিমানবন্দর থেকে স্বর্ণালংকার নিয়ে বাসে বাসায় ফিরছিলেন ভুক্তভোগী। পথে রামপুরা টিভি সেন্টারের দক্ষিণে পৌঁছালে ১৮-২০ জন অজ্ঞাতনামা ব্যক্তি বাস থামিয়ে তাকে ‘ছিনতাইকারী’ বলে মারধর করেন এবং একটি অটোরিকশায় জোরপূর্বক তুলে হাতিরঝিল থানার উলন এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যান। সেখানে তাকে অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দিয়ে স্বর্ণালংকারসহ ট্র্যাভেল ব্যাগ ছিনিয়ে নেন। পরে এক আসামি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সুমন মিয়ার ইসলামী ব্যাংকের এটিএম কার্ড ও পাসওয়ার্ড নিয়ে ১১...