মানবতার সেবা ও সমাজ সংস্কারের দৃঢ় অঙ্গীকার নিয়ে ২০২৪ সালের জুন মাসে একদল উদ্যমী তরুণের হাত ধরে যাত্রা শুরু করে সামাজিক সংগঠন ‘বিহান’। মাত্র ১৬ মাসের পথচলায় সংগঠনটি যে কর্মকাণ্ডের নজির স্থাপন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়। ‘বিহান’-এর যাত্রা শুরু হয় অন্যায়, অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার সংকল্প থেকে। সংগঠনের প্রেরণায় রয়েছে পবিত্র কোরআনের ঐতিহাসিক আয়াত-“নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে।”— (সূরা রা’দ, আয়াত ১১) এই দর্শনের ভিত্তিতেই ‘বিহান’ ইসলামী চেতনা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে একটি বাস্তব পরিবর্তনের সূচনা করতে চায়। ‘বিহান’ গড়ে উঠেছে মূলত একদল ছাত্র, তরুণ কর্মী এবং সমাজের অসংগতি দেখেছে এমন তরুণ হৃদয়ের হাতে। তৃণমূল পর্যায়ের বাস্তবতা, দরিদ্রতা, অবহেলা ও বৈষম্যের কষাঘাতে...