জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও জবির পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও কুমিল্লা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মো. জোবায়েদ হোসেনের লাশ দাফন সম্পন্ন হয়েছে। নিহত জোবায়েদ হোসেন আসাদপুর ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর নিজ গ্রাম হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের কলাগাছিয়া (কৃষ্ণপুর) স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ওই গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বিকেল সাড়ে ৫টায় হোমনার কলাগাছিয়া গ্রামের বাড়িতে জোবায়েদের মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্স পৌঁছায়। এ সময় আশপাশের কয়েক গ্রামের নারী-পুরুষ তার লাশ দেখার জন্য ভিড় করেন। স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। সহপাঠী-শিক্ষকদের অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান জবি শিক্ষার্থী জুবায়েদের৷ নিহত জোবায়েদের মা মাফিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি...