টাঙ্গাইল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন মারা গেছেন। সোমবার (২০ অক্টোবর) বিকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেওলী এলাকায় তার নির্বাচনি জনসভায় বক্তব্য শেষ করে এলাসিনে অপর একটি প্রচারণায় যোগ দিতে যাওয়ার পথে তিনি মারা যান। গাড়িতে হার্টঅ্যাটাক করলে টাঙ্গাইল মেডিকেল কলেজে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মেডিসিন বিভাগে দায়িত্বে থাকা ডা. মাহমুদুল আলম বলেন, রাত সাড়ে ৭টার দিকে হামিদুল হক মোহনকে নিয়ে এলে ইসিজি করার পর আমরা দেখি তিনি মারা গেছেন। দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস বলেন, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন এবার টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। যার কারণে বিভিন্ন জায়গায় জনসংযোগ করার জন্য সভা-সমাবেশ করছেন কয়েক দিন যাবত। তার ধারাবাহিকতায় সোমবার দেলদুয়ার উপজেলার দেওলী এলাকায় নির্বাচনি জনসভা শেষ করে এলাসিন...