সিরিজের দ্বিতীয় টেস্টের শুরুর দিনেই চারটি ক্যাচ মিস করে দক্ষিণ আফ্রিকা। এ সুযোগে দাপটের সঙ্গে ব্যাটিং করে পাকিস্তান। জীবন পেয়ে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন আবদুল্লাহ শাফিক ও শান মাসুদ। সঙ্গে সাউদ শাকিলের দৃঢ়তায় ভালো অবস্থায় থেকে দিন শেষ করে পাকিস্তান।রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ২৫৯। তিনটি চারে ৪২ রানে অপরাজিত আছেন শাকিল। অন্য প্রান্তে তার সঙ্গী সালমান আলি আগা।একাধিকবার জীবন পেয়ে শাফিক করেন ৪টি চারে ৫৭ রান। এদিকে দুই দফায় জীবন পাওয়া মাসুদ সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ফেরেন ৮৭ রানে। পাকিস্তান অধিনায়কের ১৭৬ বলের ইনিংসে ৩ ছক্কার সঙ্গে চার দুটি।এদিন ৩৮ বছর ২৯৯ দিন বয়সে টেস্ট অভিষেক হয় আসিফ আফ্রিদির। পাকিস্তানের দ্বিতীয় বয়স্ক ক্রিকেটার হিসেবে এই সংস্করণে অভিষেকের কীর্তি গড়েন তিনি। রেকর্ডটি অফ স্পিনার মিরান বাখশের, সেই...