জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা এনসিপি- আমাদের জায়গা থেকে আগামী বাংলাদেশের সংসদে সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই। না হলে শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হিসেবে রাজনীতি করতে আসিনি। সোমবার (আজ) দুপুরে শহরের জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভা শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শাপলা প্রতীকের বিষয়ে সারজিস আলম বলেন, অভ্যুত্থানপরবর্তী সময়ে একটা স্বাধীন বিধানিক প্রতিষ্ঠান থেকে একটা যৌক্তিক অধিকার বা দাবি পেতে এ ধরনের লড়াই করতে হবে- এটা খুবই অপ্রত্যাশিত। যখন আইনগতভাবে শাপলা পেতে এনসিপির কোনো বাধা নেই, তখন নির্বাচন কমিশন কোন বাধায় প্রভাবিত হয়ে বা পিছুটানে আমাদের সঙ্গে স্বেচ্ছাচারিতা...