তবে ওই ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর বিসমিল্লাহ মোটরসের মালিক সুজন তার অ্যাম্বুলেন্সটি গ্যারেজে ঠিক করে। পরে সোমবার রাত ৮টার দিকে অ্যাম্বুলেন্সটি ট্রায়াল দিতে মহাসড়ক দিয়ে সুত্রাপুরের দিকে যাচ্ছিল। মহাসড়কের জিএম এস কারখানার নামনে পৌঁছলে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা চালক দ্রুত নেমে যান। পরে মুহূর্তের মধ্যেই অ্যাম্বুলেন্সটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও নাওজোড় হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় মহাসড়কের এক পাশে সাময়িক গাড়ি চলাচল বন্ধ থাকলেও কিছুক্ষণের মধ্যে মহাসড়কের গাড়ি চলাচল স্বাভাবিক হয়। নাওজোড় হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, বিসমিল্লাহ মোটরসের মালিক সুজন অ্যাম্বুলেন্সটি ঠিক করে ট্রায়াল দিতে গেলে মহাসড়কের সুত্রাপুর জিএম এস কারখানার সামনে...