মঞ্চনাট্যচর্চার অর্ধশতক পূর্তি ঘিরে বছরব্যাপী নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে খেয়ালী নাট্যগোষ্ঠী। আগামী ২৪ ও ২৫ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে দুইদিনব্যাপী সাংস্কৃতিক ও নাট্য উৎসবের আয়োজন করেছে দলটি। খেয়ালী নাট্য গোষ্ঠীর শাহীন আহম্মেদ গ্লিটজকে জানিয়েছেন, দুই দিনের এই উৎসবের প্রথম দিন ২৪ অক্টোবর বিকেল ৫টায় মঞ্চস্থ হবে খেয়ালীর প্রতিষ্ঠাতা এ কে এ কবীর রচিত গান, কবিতা ও নাটক নিয়ে অনুষ্ঠান 'কাঙালের যতোকথা'। দ্বিতীয় দিনে বিকেল ৫টায় মঞ্চস্থ হবে খেয়ালী নাট্য গোষ্ঠীর গীতি ও নৃত্যনাট্য 'মানুষ হবো'। এছাড়াও থাকছে বেশ কয়েকটি আমন্ত্রিত দলের পরিবেশনা। দেখা যাবে মৈত্রী থিয়েটার এর নাটক 'বীর অঙ্গনা', রঙ্গপীঠ নাট্যদলের নাটক 'সাদাকালো' এবং শৌখিন থিয়েটারের পরিবেশনায় জহির রায়হানের উপন্যাস অবলম্বনে 'আরেক ফাল্গুন' নাটকের অংশবিশেষ। শাহীন জানিয়েছেন, সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের এবারের উদ্দেশ্য মর্যাদাবোধসম্পন্ন,...