থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে আজ উড়াল দিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী বছর মার্চে উইমেন’স এশিয়ান কাপ সামনে রেখে মূলত এই সফরে যাচ্ছে বাংলাদেশ। থাইল্যান্ড সফরে হার-জিতের চেয়ে কোচ পিটার জেমস বাটলার অবশ্য গুরুত্ব দিচ্ছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলার দিকে। আফঈদা, মনিকাদের লড়াকু মেজাজে দেখতে চাওয়ার নানা কারণও আছে। শক্তির দিক থেকে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে থাইল্যান্ড। ফিফা র্যাংকিংয়েরও তাদের (৫৩তম) ধারে কাছে নেই বাংলাদেশ (১০৪তম)। তাছাড়া এই সফরের দলে ভুটানের লীগে খেলা ৯ জনকে নিয়ে চট্টগ্রাম ইপিজেডে ২১ দিনের বেশি প্রস্তুতি নেয়ার সুযোগও পাননি বাটলার। আগামী ২৪ ও ২৭ অক্টোবরের দুই প্রীতি ম্যাচ সামনে রেখে সোমবার,(২০ অক্টোবর ২০২৫) বাফুফেতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ বলেন, ‘মেয়েদের কাছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সের প্রত্যাশা আমার।’ পিটার যোগ করেন, ‘আমি মনে করি, সবচেয়ে...