ইলিশ প্রজনন মৌসুমের ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা চলাকালে লাইসেন্স ছাড়া দুইটি বরফকল চালু রাখার অপরাধে মালিকদের জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ার লালুয়ার চান্দুপাড়া ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়।সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, পেনাল কোড, ১৮৬০-এর ১৮৮ ধারায় নিষেধাজ্ঞা অমান্যের অপরাধে প্রতিটি বরফকলকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং মৎস্য...