২০ অক্টোবর ২০২৫, ১০:১৬ পিএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ১০:১৬ পিএম চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের (পিএলএএএফ) একটি এসইউ-৩৫ যুদ্ধবিমান অস্ট্রেলিয়ার একটি যুদ্ধবিমানকে ধাওয়া দিয়েছে। এ সময় চীনের যুদ্ধবিমান থেকে ফ্লেয়ারও নিক্ষেপ করা হয়। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ একটি অফিসিয়াল প্রেস বিবৃতি প্রকাশ করে বলেছে যে, ১৯ অক্টোবর, ২০২৫ তারিখে ‘বিতর্কিত’ দক্ষিণ চীন সাগরে সামুদ্রিক নজরদারি টহল পরিচালনা করার সময় রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের (আরএএএফ) পি-৮এ পোসেইডন সামুদ্রিক টহল বিমানটি চীনের এসইউ-৩৫ যুদ্ধবিমানের সাথে ‘অনিরাপদ এবং অপেশাদার সংঘর্ষ’র সম্মুখীন হয়। ‘চীনের বিমানটি আরএএএফ পি-৮এ বিমানের খুব কাছাকাছি আগুনের শিখা নিক্ষেপ করে। এটি একটি অনিরাপদ এবং অপেশাদার কৌশল ছিল যা বিমান এবং এর কর্মীদের জন্য ঝুঁকি তৈরি করেছিল,’ বিবৃতিতে বলা হয়েছে। এই ঘটনার পর অস্ট্রেলিয়ান সরকার আনুষ্ঠানিকভাবে চীনা সরকারের কাছে...