আসছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য ‘সহায়ক পরিবেশ’ আছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী দেশের বর্তমান পরিস্থিতিকে ‘উদ্বেগজনক বলে ভাবছে না’ বলেও জানিয়েছেন তিনি। সোমবার,(২০ অক্টোবর ২০২৫) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক মতবিনিময় সভার পর ব্রিফিংয়ে ইসি সচিব এ কথা বলেন। ভোটের আগে-পরে মোট ৮ দিন মাঠে থাকবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নামানো হবে ‘এক লাখ সেনা, দেড় লাখ পুলিশ, ছয় লাখ আনসার-ভিডিপি’ ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে ‘মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক’ এ সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার অংশ নেন। সভায় স্বরাষ্ট্র সচিব, আইনশৃঙ্খলারক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে, রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন...