কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্পবিষয়ক সম্পাদক কারীমুল হাই নাঈম বলেছেন, স্বৈরশাসকের আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি; তারা শুধু লুটতরাজে মেতে ছিল। শুধু বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। আমরা প্রতিশোধ নেব উন্নয়ন ও সেবার মাধ্যমে, প্রতিহিংসায় নয়।সোমবার (২০ অক্টোবর) বিকেলে নোয়াখালীর হাতিয়া নলচিরা ঘাটে লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির পক্ষে জনমত গঠনে পথসভা এবং রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ আয়োজন করা হয়।বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন নোয়াখালী জেলা উপকমিটির প্রধান কারীমুল হাই নাঈম আরও বলেন, ‘খালেদা জিয়া হাতিয়ার উন্নয়নের জন্য একাধিকবার এ দ্বীপ অঞ্চলে এসেছেন। দেশের মানুষ বিপুল ভোটে বিএনপিকে জয়যুক্ত করবে, তারেক রহমানকে জয়যুক্ত করবে। সরকার গঠনের পর এ দ্বীপের উন্নয়নের...