ঘরের মাঠের সুবিধা নিয়ে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ধরাশায়ী করেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে আগামীকাল মঙ্গলবার (২১ অক্টোবর)। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নেমেছিল টানা হারের ব্যর্থতা নিয়ে। মিরপুরের কালো মাটিতে ক্যারিবীয়দের পাত্তাই দেয়নি টাইগাররা। দুদিন বিরতি দিয়ে কালকের ম্যাচের আবহ তাই ভিন্ন। একদিকে সিরিজ জয়ের হাতছানি, অন্যদিকে জয় ধরে রাখার চ্যালেঞ্জ। প্রথম ম্যাচের মতো এদিনও আলোচনায় মিরপুরের উইকেট। কালকের উইকেটও অভিন্ন থাকার আভাস মিলেছে। রিশাদ হোসেনের স্পিন ঘূর্ণিতে নাস্তানাবুঁদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওয়ানডেতে দেখা যেতে পারে আরেকজন স্পিনারকে। নাসুম আহমেদকে ইতোমধ্যে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে বিসিবি। একাদশ কেমন হতে পারে, সেটি খোলাসা করেনি টিম কর্তৃপক্ষ। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে আসা স্পিন বোলিং কোচ মুশতাক...