চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘টেকসই বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন দেশপ্রেম, সততা ও প্রজন্মান্তরে জ্ঞানের উত্তরাধিকার রক্ষা। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের পরিবর্তনের নেতৃত্ব দেবে।’সোমবার (২০ অক্টোবর) নগরীর মেহেদীবাগে অবস্থিত ইনস্টিটিউট অব গ্লোবাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসে (আইজিএমআইএস) নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মেয়র বলেন, ‘সাস্টেইনেবিলিটি মানে শুধু পরিবেশ রক্ষা নয়, বরং সমাজ, শিক্ষা, চিকিৎসা—সবক্ষেত্রে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা। আমরা চাই এমন একটি প্রজন্ম, যারা নিজেদের মেধা ও দক্ষতাকে দেশের সেবায় লাগাবে।’চট্টগ্রামকে ‘ক্লিন, গ্রিন, হেলদি অ্যান্ড সেফ সিটি’ হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগের কথাও তুলে ধরেন মেয়র শাহাদাত।আলোচিত সেই পর্ন তারকাকে নিয়ে যা বললেন এলাকাবাসীতিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে হালিশহরে বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদনের একটি প্রকল্প শুরু করেছি, যা দেশের প্রথম। এতে ময়লাকে...