বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে টানা ৯ম দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলন কর্মসূচি পালন করছেন। সোমবার,(২০ অক্টোবর ২০২৫) সকাল থেকে অনশন শুরু করে এমপিওভুক্ত শিক্ষকরা। দুপুরে মধ্যে অন্তত ৪ শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। এদিকে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়ে দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। শিক্ষকদের আন্দোলনের সমন্বয়কারী ফয়েজ আহমেদ বলেন, তারা সকাল থেকে অনশন শুরু করেছিলেন। তীব্র গরমে ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। গাইবান্ধার আকবর আলি আব্দুল হাই স্কুলের শিক্ষক মোহাম্মদ আলী মন্ডল অচেতন হয়ে পড়লে দুপুর ১২টার দিকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেয়া হয়। এছাড়া জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজিও অসুস্থ হয়ে পড়েন। সরকার সম্প্রতি ৫ শতাংশ বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছে। তবে...