লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ- সর্বশেষ মৌসুমে (২০২৪-২৫) ঘরোয়া ফুটবলের তিন শিরোপা জিতেছে বার্সেলোনা। কিন্তু তারপরও আর্থিকভাবে মৌসুমটা ভালো কাটেনি স্প্যানিশ পরাশক্তিদের। সর্বশেষ মৌসুমে ক্লাবটির নিট লোকসান ১ কোটি ৭০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪২ কোটি টাকা)। অথচ পুরো মৌসুমে ক্লাবে রাজস্ব এসেছে প্রায় ৯৯ কোটি ৪০ লাখ ইউরো। ২০২৩-২৪ মৌসুমে আয়-ব্যয় ছিল ৯০ কোটি ইউরোর নিচে, তখনো ক্লাবটি ৫০ লাখ ইউরো মুনাফা দেখিয়েছিল। গত রোববার সকালে ক্লাবের সাধারণ সভায় এসব তথ্য জানান বার্সেলোনার বিদায়ী সভাপতি হোয়ান লাপোর্তা। নিজের দ্বিতীয় মেয়াদের শেষ সভায় উপস্থিত হয়ে লাপোর্তা ক্লাবের নানা বিষয়ের পাশাপাশি বিশেষ গুরুত্ব দেন ক্লাবের আর্থিক অবস্থার ওপর। সভায় জানানো হয়, আগের মৌসুমে সামান্য মুনাফা থাকলেও এবার লোকসান হয়েছে ক্লাবের। যদিও রাজস্ব প্রায় ১০০ কোটি ইউরোর...