জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে নতুন মোড় এসেছে। ঘটনায় সন্দেহভাজন হিসেবে আলোচনায় আসা মাহির রহমানকে তার মা নিজেই থানায় হস্তান্তর করেছেন। মাহিরের মা রেখা রহমান জানান, রবিবার রাতে রক্তাক্ত অবস্থায় ছেলে বাসায় ফিরলে তিনি কারণ জানতে চান। পরে মাহির জানায়, পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় ঘটে যাওয়া ঘটনার সময় তার হাতে আঘাত লাগে। তিনি আরও বলেন, “আজ সকালে ছেলেকে আমি নিজেই চকবাজার থানায় নিয়ে যাই। অপরাধ করেছে, তাই পুলিশের হাতে তুলে দিয়েছি। অন্য ছেলেটিও তো কারও সন্তান।” থানা সূত্রে জানা গেছে, মাহিরকে থানায় হস্তান্তর করা হয়েছে। তবে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিস্তারিত জানাতে রাজি হননি। তিনি শুধু জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে, তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা হবে না। এদিকে দুপুরে এক...