১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন দল ক্ষমতায় থাকলেও কেউই জাতীয় সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠা করেনি। বরং তারা কোরআনের পরিপন্থী বহু আইন পাস করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।তিনি বলেন, মহান আল্লাহ মানুষকে তার আইন প্রতিষ্ঠার জন্যই সৃষ্টি করেছেন এবং দুনিয়ায় পাঠিয়েছেন। কিন্তু বাংলাদেশের গত ৫৪ বছরের ইতিহাসে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে কোনো আইন কার্যকর হতে দেখা যায়নি। সোমবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালের সামনে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত ও অবিলম্বে গণভোটের আয়োজন, প্রশাসনে দলীয়করণের প্রতিবাদ এবং সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠার দাবিতে’ এই কর্মসূচি আয়োজন করা হয়। অধ্যাপক মুজিবুর রহমান ইসলামী ছাত্রশিবিরের সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস...