বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন আমার নেতা শহীদ জিয়াউর রহমান। কিন্তু হাসিনা তার সাত দিন পরেই সব ভুলে এরশাদের সঙ্গে ষড়যন্ত্র করেছেন। আয়নাঘর বানিয়ে, পুলিশকে ব্যবহার করে তিনি বিএনপির এক লাখ নেতাকর্মীকে জেল খাটিয়েছেন।’ সোমবার (২০ অক্টোবর) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়ন বিএনপি আয়োজিত তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ‘তুমি হাসিনা বিনা কারণে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে জেল খাটিয়েছ, নেতা তারেক রহমানকে মেরুদণ্ড ভেঙে দিয়েছ। আমরা তা ভুলিনি। গত ১৬ বছর...