গণঅভ্যুত্থানের পর দেশ গঠনের সুযোগ তৈরি হলেও রাজনীতিতে অনৈক্য দেখা দেওয়ায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “একটি মহল ১৯৭১ এবং ২০২৪ সালের ঐক্যে ভাঙন ধরাতে চায়।” সোমবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থায় হতাশা তৈরি হয়েছে। সেই সঙ্গে তিনি রাজনীতিতে সততা ও সৌন্দর্য ফেরানোর আহ্বান জানান। তার ভাষায়, “রাজনীতির মধ্যেই যদি সৌন্দর্য না আনা যায়, তাহলে রাজনীতি কখনোই সুন্দর হবে না। ৭১ এবং ২৪-এর যে ঐক্য সৃষ্টি হয়েছে, সেটি অটুট রাখতে হবে।” মির্জা ফখরুল আরও বলেন, যারা ব্যক্তিস্বার্থ ও লুটপাটের রাজনীতি করেন, তাদেরই দেশ ছেড়ে পালাতে হয়। “দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় জনগণের...