জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদল। রবিবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মুরাদ চত্বরে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে আমার ভাই মরলো কেন? ইন্টেরিম জবাব চাই; আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে; উই ওয়ান্ট জাস্টিসসহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দীন মোহাম্মদ বাবর বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে কথা বলতে গিয়ে আমাদের অনেক ভাইকে হারিয়েছি, অনেকে গুম খুনের শিকার হয়েছেন। আমরা ভেবেছিলাম ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্রজনতার ম্যান্ডেট নিয়ে গঠিত সরকার এইসব পুরনো সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের আইন-শৃঙ্খলার উন্নয়ন ঘটাবে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও এই সরকার দেশের আইন-শৃঙ্খলার কোনো...