বেশ কয়েকদিনের পতনের বৃত্ত থেকে বেরিয়ে দেশের পুঁজিবাজারে সোমবার,(২০ অক্টোবর ২০২৫) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে বড় উত্থান হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তুলনায় প্রায় ছয়গুণ বেশি সংখ্যক শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক প্রায় দেড় শতাংশ বা তার বেশি বেড়েছে। তবে গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও বাজারে বিক্রির আদেশের তুলনায় ক্রয় আদেশ কম ছিল। এতে ডিএসইর সার্বিক লেনদেন আরও কমে প্রায় ৪ মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে সোমবার মোট ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০০টির। বিপরীতে কমেছে ৫৩টির। আর ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পাওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৬৭টি, ‘বি’ ক্যাটাগরির ৭৬টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৫৭টি শেয়ার ও ইউনিট রয়েছে। অধিকাংশ সিকিউরিটিজের দর...