একদিনে নিজেদের দেশে চলছে পাকিস্তানের সঙ্গে সীমান্ত যুদ্ধ। যেখানে পাকিস্তানি বিমান হামলায় তিনজন ক্রিকেটারসহ অনেকেই নিহত হলেন এবং বিক্ষুব্ধ আফগানিস্তান ক্রিকেট দল পাকিস্তান গিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে না বলেও জানিয়ে দিয়েছে। সেখানে রশিদ খানরা টেস্ট খেলতে নেমেছে জিম্বাবুয়ের বিপক্ষে। সে সঙ্গে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে দীর্ঘ বিরতির পর ফিরেছে টেস্ট ক্রিকেট। দীর্ঘ বিরতির পর ফেরা সেই টেস্টের প্রথম দিন স্বাগতিক জিম্বাবুয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো সফরকারী আফগানিস্তান। সফরকারী আফগানদের মাত্র ১২৭ রানে গুটিয়ে দিলো জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে দিন শেষে ৩ রানে লিডও নিয়েছে জিম্বাবুয়ে। শুধু তাই নয় হাতে রয়েছে আরও ৮টি উইকেট। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও দ্রুত ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। ওপেনার ইবরাহিম জাদরান...