জীবনে কিছু গল্প হয় সিনেমার থেকেও নাটকীয়। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ আব্বাস আফ্রিদির গল্পটাও ঠিক তেমনই। একসময় জাতীয় দলের স্বপ্নটা হয়তো হারিয়ে ফেলেছিলেন— বয়স তখন ছুঁইছুঁই চল্লিশ, ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও ডাক মিলছিল না ‘গ্রিন ক্যাপ’-এর। কিন্তু ভাগ্য যেন ঠিকই অপেক্ষায় ছিল, ঠিক এক উপযুক্ত মুহূর্তে মঞ্চে তাকে ডাক দেওয়ার জন্য। অবশেষে ৩৮ বছর ২৯৯ দিন বয়সে এসে জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত ডাক পেলেন আব্বাস আফ্রিদি—পাকিস্তান টেস্ট দলে অভিষেক হলো এই অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের।সোমবার (২০ অক্টোবর) রাওয়ালপিন্ডির ঐতিহাসিক মাঠে গড়িয়েছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট। খেলা শুরুর আগে সতীর্থদের সামনে এক আবেগঘন মুহূর্তে শাহিন আফ্রিদির হাত থেকে টেস্ট ক্যাপ গ্রহণ করেন আব্বাস। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে সেই হৃদয়ছোঁয়া ভিডিও— যেখানে সতীর্থদের...