সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর তারা শহীদ মিনারে আসেন। এরপর বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় আগামীকালের মধ্যে শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারকে অনুরোধ জানান তিনি। নুরুল হক নুর বলেন, শিক্ষকদের দাবি যৌক্তিক। তারা সংঘাত-সহিংসতাকে পছন্দ করেন না। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। শিক্ষকদের বেতন দিনমজুর থেকেও কম। প্রবেশের সময় তাদের বেতন ন্যূনতম ২০ হাজার টাকা হওয়া উচিত। তিনি বলেন, শিক্ষিকরা যে বেতন পান, তাতে অত্যন্ত অমানবিক জীবন যাপন করেন। তাদের চাকরিকে প্রথম শ্রেণিতে উন্নীত করা দরকার। তারা যদি টানাপোড়েনের জীবন যাপন করেন, তাহলে কীভাবে তারা পাঠদান করবেন। তিনি বলেন, আপনাদের ছাত্ররাই সচিব হয়। আমলা হয়। তারা গ্রেড ওয়ানে বেতন পায়। কিন্তু আন্তঃমন্ত্রণালয় সভা করে আপনাদের পক্ষে দাঁড়ানোর কথা তারা চিন্তা করে না। নুরুল হক নুর বলেন, দেশের প্রায়...