২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষায় রসায়ন এবং পদার্থ বিজ্ঞানের নম্বর কমানোর প্রস্তাব করা হয়েছে। এই নম্বর সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলিতে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। আগামী সপ্তাহে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠেয় সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির একটি সূত্র জানিয়েছে, নতুন প্রস্তাবনা অনুযায়ী এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা একইদিনে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার নম্বর বন্টন পরিবর্তনে দুটি প্রস্তাব করা হয়েছে। একটি প্রস্তাবে রসায়নে ৫ নম্বর কমিয়ে ২০, পদার্থ বিজ্ঞানে ৫ নম্বর কমিয়ে ১৫ করার প্রস্তাব করা হয়েছে। এই দুটি বিষয় থেকে ১০ নম্বর কমিয়ে ওই নম্বর সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলিতে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এ প্রস্তাবে সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলি বিষয়ে ২০ নম্বর করার কথা...