
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পে-কমিশন। বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরেন সংগঠনের নেতারা। শিক্ষকরা সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন, উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান, শতভাগ পদোন্নতি, চিকিৎসা-শিক্ষা ভাতা বৃদ্ধি, নতুন টাইম স্কেল পুনর্বহালসহ নানা প্রস্তাব তুলে ধরেন।সোমবার (২০ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের পে-কমিশন ভবনে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে এ বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় পে-কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান।বৈঠকের শুরুতে শিক্ষক নেতারা ৭ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পে-কমিশনে পাঠানো সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের প্রস্তাবনার বাস্তবায়ন প্রসঙ্গ উত্থাপন করেন।এ বিষয়ে কমিশন চেয়ারম্যান জানান, প্রস্তাবনা কমিশনের কাছে থাকলেও এর বাস্তবায়নের সুযোগ খুবই সীমিত। বিষয়টি পে-কমিশনের নয়, সরকারি সার্ভিস কমিশনের আওতাভুক্ত। কমিশন প্রস্তাবটি নোট আকারে বিবেচনায় নিয়েছে।পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপনএরপর শিক্ষক...