দক্ষিণ কোরিয়ার একটি আদালত আলোচিত মামলায় ৮ বছরের এক স্কুলশিশুকে হত্যাকারী শিক্ষিকাকে আজীবন কারাদণ্ড দিয়েছে। মামলাটি দেশজুড়ে শোক ও আলোচনার সৃষ্টি করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। মিয়ং জে-ওয়ান (৪৮) এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন ফেব্রুয়ারিতে। ওই সময় তিনি স্কুলছাত্রী কিম হ্য-নুলকে একটি ক্লাসরুমে ডেকে নিয়ে গিয়েছিলেন। প্রসিকিউটররা মৃত্যুদণ্ডের দাবি করেছিলেন। মিয়ং আদালতে বলেছেন, তিনি জীবনের বাকি অংশে তার ভুলের প্রায়শ্চিত্ত করবেন। হত্যার সময় তার মানসিক স্বাস্থ্য সমস্যার ছিল। মামলার তদন্ত চলাকালে প্রসিকিউটররা বলেছেন, মিয়ং কোনও অনুশোচনা দেখাননি। তবে মিয়ং আদালতে অসংখ্য চিঠি জমা দিয়ে অনুশোচনা প্রকাশ করেছেন। প্রসিকিউটররা জানিয়েছেন, হত্যার আগে মিয়ং হিংসাত্মক আচরণ দেখিয়েছিলেন। এমনকি অন্য একজন শিক্ষিকার মাথা পেচিয়ে ধরেছিলেন। পুলিশের কাছে মিয়ং জানিয়েছিলেন, তিনি হত্যার দিন অস্ত্র কিনে স্কুলে নিয়ে এসেছিলেন এবং যেকোনও একটি শিশুর সঙ্গে নিজেও...