ইরান, রাশিয়া ও চীন জোটবদ্ধ হয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ৮ অক্টোবর এক যৌথ চিঠি পাঠিয়েছে। একই চিঠি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছেও পৌঁছানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি (জেসিপিওএ) এখন মূলত সমাপ্ত। তাদের মতে, রেজলিউশন ২২৩১ যা জেসিপিওএ অনুমোদন করেছিল, তার মেয়াদ ১৮ অক্টোবর ২০২৫-এ শেষ হয়েছে। এই সমাপ্তির মাধ্যমে ইরানের পারমাণবিক ইস্যুতে নিরাপত্তা সংক্রান্ত রেজলিউশনের আনুষ্ঠানিক কার্যকালও শেষ হয়েছে। চিঠিতে তিন দেশ পশ্চিমা রাষ্ট্রগুলোকে সমালোচনা করে জানিয়েছে, ইউরোপীয় দেশগুলো ইতিমধ্যে চুক্তি ও রেজলিউশন ২২৩১-এর অধীনে নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং স্নাপব্যাক প্রক্রিয়া চালু করার প্রচেষ্টা আইনগত ও পদ্ধতিগতভাবে ত্রুটিপূর্ণ। ইরান, রাশিয়া ও চীন আরও বলেছে, রেজলিউশন ২২৩১-এর সমাপ্তি মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্য ও বহুপাক্ষিক কূটনীতির বিশ্বাসযোগ্যতাকে শক্তিশালী করেছে। তারা সকল দেশকে আহ্বান জানিয়েছে একতরফা নিষেধাজ্ঞা, হুমকি...