টানা কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ দেশজুড়ে মানুষ। তবে এবার সেই দাবদাহ ভাঙতে আসছে এক শক্তিশালী ক্রান্তীয় বৃষ্টিবলয়, যা দেশের প্রায় সব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডবওটি) জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই শক্তিশালী বৃষ্টিবলয় দ্রুত বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। এর মূল প্রভাব পড়বে দেশের দক্ষিণাঞ্চলে — বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও কক্সবাজারে। বিডবওটির পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টিবলয়ের প্রভাব ২৪ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত স্থায়ী থাকতে পারে। ফলে বুধবার থেকে দেশের তাপমাত্রা কমে যাবে এবং বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবার থেকে সারাদেশেই বৃষ্টির প্রবণতা বেড়ে যাবে, যা সপ্তাহজুড়ে চলতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর...