আদালত অবমাননার অভিযোগে জগবন্ধু মজুমদার নামে এক আইনজীবীকে সাজা দিয়েছেন ঢাকার একটি আদালত। সোমবার (২০ অক্টোবর) ঢাকার ৫ নম্বর অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ৫২(২) ধারা মোতাবেক এই আইনজীবীকে এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদালতের পেশকার মো. ইমরুল বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনজীবী জগবন্ধু একটি অর্থঋণ মামলার শুনানির সময় বিচারকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন। তিনি বিচারকের সঙ্গে খারাপ আচরণ করে আদালত অবমাননা করেন। এ ঘটনায় শোকজের পর এ সাজা দেন আদালত। আদেশ থেকে জানা যায়, গত ১২ অক্টোবর ব্যাংক এশিয়ার ৪ কোটি ২ লাখ ৩৫ হাজার ১১ টাকার ঋণ খেলাপীর মামলায় বাদীপক্ষের সাক্ষ্যের দিন ধার্য ছিল। ওইদিন বিবাদী খন্দকার শামসুল আলমের পক্ষে আইনজীবী জগবন্ধু...