
নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যালয়ে ২০২৩-২৪ সালে নিয়োগ পাওয়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৩৩৪ জন কর্মচারীর পুলিশ ভেরিফিকেশন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ অক্টোবর) ইসির সিনিয়র সহকারী সচিব মো.নাজমুল কবীর সই করা এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়। অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যালয়ে ২০২৩-২৪ সালে নিয়োগ পাওয়া ১২তম থেকে ২০ তম গ্রেডের (তৃতীয় ও চতুর্থ শ্রেণির) ৩৩৪ জন কর্মচারীর পুলিশ প্রত্যয়ন (পুলিশ ভেরিফিকেশন) সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগপত্রের শর্ত অনুযায়ী তাদের চরিত্র, পূর্ব কার্যকলাপ, শিক্ষাগত যোগ্যতা ও নিজ জেলা সম্পর্কিত তথ্য যাচাই করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ জনবল ব্যবস্থাপনা-২ শাখা হতে বিভিন্ন সময়ে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দেখা যায়, ইতিপূর্বে নিয়োগকৃত কোনও কোনও কর্মচারীর...