ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমন্ত্রণ পেলে তিনি হাঙ্গেরিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে প্রস্তুত থাকবেন। ট্রাম্প ও পুতিন দুইজনই গত বৃহম্পতিবার জানিয়েছিলেন, তারা ইউক্রেইন যুদ্ধ নিয়ে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠক করার পরিকল্পনা করেছেন। সম্ভবত আগামী সপ্তাহগুলোতে এই বৈঠক হবে। সোমবার জেলেনস্কি সাংবাদিকদের বলেন, “আমাকে বুদাপেস্টে আমন্ত্রণ জানানো হলে- যদি এটি এমন আমন্ত্রণ হয়, যেখানে আমরা তিনজন দেখা করব কিংবা এটিকে যদি শাটল কূটনীতি বলা হয়, তাহলে এভাবে বা ওভাবে যেভাবেই হোক আমরা এতে রাজি থাকব।' ট্রাম্প-পুতিন বৈঠকের জন্য হাঙ্গেরিকে বেছে নেওয়ার সমালোচনা করেছেন জেলেনস্কি। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের কথা উল্লেখ করে তিনি বলেন, অরবান ইউক্রেইনীয়দের জন্য ইতিবাচক কিছু করতে পারেন না। ভারসাম্যপূর্ণ কোনও অবদানও রাখতে পারেন না। বুদাপেস্টের বৈঠকে জেলেনস্কি যোগ...