তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কর্মসূচির ধারাবাহিকতায় রংপুর বিভাগে একটি ভিন্ন প্রতীকের দিন হচ্ছে যাচ্ছে ৩০ অক্টোবর। এই দিন বেলা ১১টা থেকে পরবর্তী ১৫ মিনিট থমকে দাঁড়াবে পুরো রংপুর বিভাগ! উত্তরাঞ্চলের জেলাগুলোতে দোকানপাট বন্ধ, রাস্তায় গাড়ি দাঁড়িয়ে যাবে, শ্রেণিকক্ষে থেমে যাবে পাঠদান, অফিস-আদালতের কাজ ১৫ মিনিটের জন্য থমকে যাবে তিস্তার জন্য। তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলুর ভাষায়, ১৫ মিনিটের এই নীরবতা আসলে নীরবতা নয়, এটি কোটি মানুষের গর্জন; যার বার্তা স্পষ্ট- ‘তিস্তা বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে, তিস্তা বাঁচলেই বাংলাদেশ বাঁচবে।’ তিস্তাপাড়ের মানুষের জীবন-জীবিকা এই নদীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মন্তব্য করে দুলু বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হবে। আমরা চাই, সরকার নির্বাচনের আগে এই কাজ শুরু করুক। না হলে তিস্তাপাড়ের মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।”...