সোমবার (২০ অক্টোবর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। পরে বিফ্রিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। জানা যায়, রবিবার পুরান ঢাকার আরমানিটোলার নূরবক্স লেনের ‘রৌশান ভিলা’য় ছাত্রীকে প্রাইভেট পড়াতে গিয়ে খুন হন জোবায়েদ হোসেন। এই হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, ওই ছাত্রীর প্রেমঘটিত কারণেই খুন হয়েছেন জোবায়েদ।আজ (সোমবার) সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ওই ছাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, ওই ছাত্রীর সঙ্গে মাহির রহমানের নয় বছরের প্রেমের সম্পর্ক ছিলো। তারা ছোটবেলা থেকেই প্রতিবেশী এবং...