বাংলাদেশের বোলারদের মধ্যে এখন অন্যতম আলোচিত নাম বলা চলে রিশাদ হোসেনের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্রই করেছেন ইতিহাস, বাংলাদেশের হয়ে ওয়ানডেতে স্পিনারদের মধ্যে সেরা বোলিং ফিগার (৬/৩৫)। কিন্তু বাংলাদেশ দলের স্পিন পরামর্শক মুশতাক আহমেদ এই পারফরম্যান্সকে কেবল শুরু বলেই দেখছেন। তার চোখে, রিশাদের প্রকৃত ভবিষ্যৎ লুকিয়ে আছে টেস্ট ক্রিকেটে।‘আমি শতভাগ বিশ্বাস করি, রিশাদ টেস্ট ক্রিকেটে খেলবে,’ বললেন মুশতাক।‘বিশেষ করে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দল যারা নিচের দিকে ব্যাটিং গভীরতা রাখে— তাদের বিপক্ষে লেগস্পিনার যারা ভালো রং’অন করতে পারে, তারা খুব মারাত্মক হতে পারে। রিশাদের উচ্চতা ও বাউন্স তাকে সেই সুবিধা দেয়। শেষ দিকের ব্যাটাররা তার রং’অন সহজে বুঝতে পারে না।’২৩ বছর বয়সী রিশাদ এখন পর্যন্ত খেলেছেন ১২টি ওয়ানডে ও কয়েকটি টি–টোয়েন্টি। তবে লাল বলের ক্রিকেটে তার অভিজ্ঞতা কম নয়— ২১টি ফার্স্ট...