আনোয়ার আলদীন আরও বলেন, ‘শুধু সৎ ও যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেবে দল। তাই সব প্রকার বিরোধ ও প্রতিহিংসা ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’তিনি অভিযোগ করে বলেন, ‘গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ কয়রা ও পাইকগাছায় সন্ত্রাস ও দুর্নীতিতে ভরিয়ে দিয়েছে। সাধারণ মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে। এখন কয়রাবাসী সেই দুঃশাসনের অবসান চায়।’ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে আনোয়ার আলদীন বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে কয়রা ও পাইকগাছায় টেকসই ভেড়িবাঁধ নির্মাণ করা হবে, সুন্দরবনকে ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে। পাশাপাশি রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ ও মাদ্রাসার জরাজীর্ণ অবস্থা সংস্কার করা হবে।’সন্ধ্যায় কয়রার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আনোয়ার আলদীন। সেখানে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময়ে দেশের গণমাধ্যমে সেলফ সেন্সরশিপ চালু ছিল। তবে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সাংবাদিকরা এখন স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন।’তিনি আরও...