মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতারুদের গতির ঝড়ে শুরু হলো ‘ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা’। চার দিনব্যাপী এই আসরের প্রথম দিনেই পুলে উঠেছে রেকর্ডের ঢেউ, সাঁতারে সৃষ্টি হয়েছে ৫টি নতুন জাতীয় রেকর্ড।দিন শেষে ৮টি স্বর্ণসহ মোট ১৯টি পদক নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার প্রতিযোগিতার প্রথম দিনে মোট ১২টি ইভেন্টের মধ্যে ১০টি ছিল সাঁতার এবং ২টি ডাইভিংয়ের। শুরু থেকেই নৌবাহিনীর সাঁতারুরা একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। দিনের সেরা তারকা ছিলেন নৌবাহিনীর কাজল মিয়া, যিনি একাই দুটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। পুরুষদের ২০০ মিটার ফ্রি স্টাইলে তিনি ১ মিনিট ৫৫.০৬ সেকেন্ড সময় নিয়ে মাহফিজুর রহমান সাগরের ২০১৬ সালের রেকর্ড ভেঙে দেন। এরপর ২০০ মিটার বাটারফ্লাইয়ে নিজের গড়া আগের রেকর্ড ভেঙে ২ মিনিট ৫.৯৫...