প্রাইম ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের (এফএডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জসিম উদ্দিন। প্রায় ২০ বছর ধরে ব্যাংকটিতে কাজ করে আসা জসিম উদ্দিন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময়ে ব্যাংকের আইসিসিডি বিভাগের প্রধান, ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান এবং ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট ডিভিশন প্রধান ছিলেন তিনি। ব্যাংকের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, ট্রাস্ট ব্যাংক, পিকেএসএফ ও প্রাইম ব্যাংক মিলিয়ে প্রায় ২৫ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে জসিম উদ্দিনের। নতুন দায়িত্ব পাওয়ায় প্রাইম ব্যাংক...