নারী বিশ্বকাপের মঞ্চে দেখা গেল ক্রিকেটের এক বিরল ও অবিশ্বাস্য দৃশ্য। শ্রীলঙ্কার ব্যাটার কবিশা দিলহারি আউট হয়ে গেছেন কিন্তু সেটা বুঝতেই পারেননি কেউ! এমনকি বাংলাদেশ দলও না। শেষে আম্পায়ারদের হস্তক্ষেপেই বেরিয়ে আসে ঘটনাটি।সোমবার নাভি মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ঘটে এই নাটকীয় মুহূর্তটি। ২০তম ওভারের প্রথম বলটি করেছিলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। অফ স্ট্যাম্পের বাইরে একটু স্লাইডার বল করেছিলেন তিনি, যা খেলতে গিয়ে ব্যর্থ হন দিলহারি। ব্যাটে লেগে বল চলে যায় উইকেটকিপার নিগার সুলতানা জ্যোতির ডান পাশে, সেখান থেকে প্রতিফলিত হয়ে বল লাগে স্ট্যাম্পে।বাংলাদেশের স্পিন জালে অল্পতেই গুটিয়ে গেল লঙ্কানরাবাংলাদেশি খেলোয়াড়রা ভেবেছিলেন বল ব্যাটে লেগে চলে গেছে— তাই কেউ আবেদনও করেননি। কিন্তু মাঠের আম্পায়াররা কিছুটা বিভ্রান্ত হয়ে পর্যালোচনার সিদ্ধান্ত নেন। রিপ্লেতে দেখা যায়, ঠিক সেই...