২০ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ পিএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ পিএম ইরানের পারমাণবিক শিল্প ধ্বংস করে দিয়েছেন বলে মার্কিন প্রেসিডেন্টের গর্বিত দাবির জবাবে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি বলেছেন, "ঠিক আছে, স্বপ্ন দেখতে থাকুন।"খামেনি আজ সকালে বিভিন্ন খেলার শত শত চ্যাম্পিয়ন এবং আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডের বিজয়ীদের সঙ্গে সাক্ষাতকালে এই মন্তব্য করেন। তিনি বলেন, এই তরুণ বিজয়ীরা দেখিয়ে দিয়েছেন যে, ইরানের আশাবাদী তরুণদের চূড়ায় দাঁড়ানোর এবং বিশ্বের মনোযোগকে ইরানের উজ্জ্বল দিগন্তের দিকে আকর্ষণ করার শক্তি রয়েছে।পদকজয়ীদের উদ্দেশে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা বলেন, কোমল যুদ্ধের বর্তমান সময়ে তাদের বিজয় বিশেষ তাৎপর্য বহন করে, কারণ শত্রুরা ইরানি জনগণের মধ্যে হতাশা ও নিরাশা ছড়াতে চাইছে। আয়াতুল্লাহ খামেনি বলেন, “আপনারা প্রমাণ করেছেন, ইরানের আশাবাদী যুবকরা জাতির প্রতীক হিসেবে বৈশ্বিক চূড়ায় দাঁড়ানোর...