২০ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ পিএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ পিএম দখলদার ইসরাইলের রোববারের হামলায় গাজায় কমপক্ষে ৫৭ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সেখানকার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে গাজা যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ হাজার ২১৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন তারা। এ পর্যন্ত আহত হয়েছেন এক লাখ ৭০ হাজার ৩৬১ জন। রোববারের হামলার জন্য আইডিএফের পক্ষ থেকে হামাসকে দায়ী করা হয়েছে। তারা দাবি করেছে, ইসরাইলি সেনাদের লক্ষ্য করে রোববার রাফায় একটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি গুলি চালিয়েছে হামাস। এ ঘটনায় তাদের দু'জন সৈন্য নিহত হয়েছেন বলেও দাবি করেছেন ইসরাইলি কর্মকর্তারা। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে হামাস দাবি করেছে, তারা কোনো ধরনের চুক্তি লঙ্ঘন করেনি, বরং যুদ্ধবিরতির বাস্তবায়নে এখনো প্রতিশ্রুতিবদ্ধ। ইসরাইল বরং চুক্তি লঙ্ঘন করেছে বলে উল্টো অভিযোগ তাদের।...