থাইল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ২৪ ও ২৭ অক্টোবর দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে ঢাকায় থাইল্যান্ড সফরের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে রবিবার। দুদিন প্রস্তুতি শেষে আজ ঢাকা ছাড়বে দল। থাইল্যান্ড সফরের জন্য সোমবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন। যে দলটি তিনি গড়েছেন অভিজ্ঞতা ও তারুণ্যে মিশেলে। অনূর্ধ্ব-২০ দলের এক ঝাঁক ফুটবলারকে সুযোগ দিয়েছেন কোচ। মূলত র্যাংকিংয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে তার দল কেমন করে, সেটাই দেখতে চান বাটলার। আর আগামী বছর এপ্রিলে এশিয়ান কাপের আগে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে বেশি বেশি ম্যাচ খেলার তাগিদ দিয়েছেন তিনি। সমশক্তির দলগুলোর সঙ্গে না খেলে প্রয়োজনে অস্ট্রেলিয়ার রাজ্য দলগুলোর সঙ্গে খেলে এশিয়ান কাপের প্রস্তুতি নিতে চান তিনি। বিশ্ব র্যাংকিংয়ে থাইল্যান্ডের অবস্থান ৫৩তম। আর বাংলাদেশ আছে ১০৪তম স্থানে। ৫১...