দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে কোনো ধরনের বিপদে না ফেলতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সতর্ক করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ যেন সংখ্যালঘু নাগরিকদের হয়রানি বা বিপদের মুখে না ফেলেন। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সনাতন ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের ৫০ জন সদস্য বিএনপিতে যোগ দেওয়ায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, “আমাদের কাছে নানা ধরনের খবর আসে। আমি পরিষ্কারভাবে বলতে চাই—এই সম্প্রদায়ের মানুষদের কখনো হয়রানি করা যাবে না। তাঁরা এখন আমাদের সদস্য, আমাদের ভাই। আমরা তাঁদের পাশে আছি এবং সমস্ত শক্তি নিয়ে থাকব।” বিএনপিতে যোগদানকারী মতুয়া সম্প্রদায়ের সদস্যদের অভিনন্দন জানিয়ে মহাসচিব বলেন, “আপনারা নিশ্চিত থাকতে পারেন, এখন থেকে আপনারা আমাদের বন্ধু।...